এলপিজির দাম কমেছে

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২১:০১
প্রতীকী ছবি

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা বিক্রেতা পর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়েছে। যা আজ সন্ধ্যা ৬টা থেকে ১ হাজার ৪৭৮ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘এলপিজির নতুন নির্ধারিত মূল্য ১ হাজার ৪৫০ টাকা, যা আগে ১ হাজার ৪৭৮ টাকা ছিল। আজ (সোমবার) থেকে এটি কার্যকর হবে এবং সকল এলপিজি বিপণন কোম্পানি নতুন দাম বাস্তবায়ন করবে।’ 

রেগুলেটরি কমিশনের প্রধান বলেন, বিইআরসি অটো গ্যাসের দাম প্রতি লিটারে ১ দশমিক ৪৩ টাকা কমিয়ে ৬৬ দশমিক ৪৩ টাকায় পুনর্নির্ধারণ করেছে।

বিইআরসি জালাল আহমেদের মন্তব্যের বিস্তারিত বিবরণ দিয়ে একটি বিবৃতিও জারি করেছে যেখানে বলা হয়েছে, ওজনের দিক থেকে প্রতি কেজি এলপিজি এখন থেকে খুচরা বিক্রেতা পর্যায়ে ১২০ দশমিক ৮১ টাকায় বিক্রি হবে।

বিইআরসির সিদ্ধান্ত অনুসারে, বেসরকারি খাতের মালিকানাধীন খুচরা বিক্রেতা পর্যায়ে সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি ১ হাজার ৫১০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৮১২ টাকা, ১৬ কেজি ১ হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজি ২ হাজার ১৭৫ টাকা, ২০ কেজি ২ হাজার ৪১৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজি ৩ হাজার ২০ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৬২৪ টাকা , ৩৩ কেজি ৩ হাজার ৯৮৭ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ২২৮ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ৪৩৬ নির্ধারণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পুনর্বিন্যাসের সঙ্গে সঙ্গতি রেখে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে কারণ সৌদি আরামকো মার্চ মাসের জন্য প্রোপেন এবং বিউটেনের আনুষ্ঠানিক বিক্রয় মূল্য কমিয়েছে।

মার্চ মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৬১৫ মার্কিন ডলার ও ৬০৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
১০