পুলিশের ওপর হামলায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ 

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২২:৫৪

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (এডহক কমিটি) সভাপতি ও অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মতিউর রহমান শেখ এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের আইনশৃঙ্খলা বিরোধী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

সম্প্রতি ঢাকার কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ অন্যান্য স্থানে পুলিশ বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আইনশৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হয়।   

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে তারা বলেন, পুলিশ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। 

পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা, অপরাধ চিহ্নিত ও দমন করে সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। 

তবে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল, ক্ষমতা লিপ্সু, অসৎ, অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।  

কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি অযাচিতভাবে পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। 

এতে জনমনে অশান্তি, হতাশা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। পুলিশ বাহিনী এসব ঘটনা পেশাদারিত্ব ও দক্ষতার সাথে মোকাবেলা করে অন্তবর্তীকালীন সরকারের আদর্শ, লক্ষ্য বাস্তবায়নের নিরলস কাজ করে যাচ্ছে। বহু শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার
১০