পুলিশের ওপর হামলায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ 

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২২:৫৪

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (এডহক কমিটি) সভাপতি ও অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মতিউর রহমান শেখ এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের আইনশৃঙ্খলা বিরোধী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

সম্প্রতি ঢাকার কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ অন্যান্য স্থানে পুলিশ বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আইনশৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হয়।   

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে তারা বলেন, পুলিশ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। 

পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা, অপরাধ চিহ্নিত ও দমন করে সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। 

তবে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল, ক্ষমতা লিপ্সু, অসৎ, অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।  

কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি অযাচিতভাবে পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। 

এতে জনমনে অশান্তি, হতাশা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। পুলিশ বাহিনী এসব ঘটনা পেশাদারিত্ব ও দক্ষতার সাথে মোকাবেলা করে অন্তবর্তীকালীন সরকারের আদর্শ, লক্ষ্য বাস্তবায়নের নিরলস কাজ করে যাচ্ছে। বহু শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইয়েমেনে হুতিদের হাতে জাতিসংঘের আরও ৯ কর্মী আটকের তীব্র নিন্দা মহাসচিবের
সংবাদমাধ্যমের প্রতিবেদন বিকৃত করে গুজব ছড়ানো শনাক্ত : ফ্যাক্টওয়াচ
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
১০