পুলিশের ওপর হামলায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ 

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২২:৫৪

ঢাকা, ৩ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (এডহক কমিটি) সভাপতি ও অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. মতিউর রহমান শেখ এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ব্যক্তিদের আইনশৃঙ্খলা বিরোধী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

সম্প্রতি ঢাকার কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ অন্যান্য স্থানে পুলিশ বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদের সঙ্গে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আইনশৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হয়।   

আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে তারা বলেন, পুলিশ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। 

পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা, অপরাধ চিহ্নিত ও দমন করে সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। 

তবে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল, ক্ষমতা লিপ্সু, অসৎ, অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।  

কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ও শান্তি বিঘ্নকারী ব্যক্তি অযাচিতভাবে পুলিশের কাজে বাধা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছে। 

এতে জনমনে অশান্তি, হতাশা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে। পুলিশ বাহিনী এসব ঘটনা পেশাদারিত্ব ও দক্ষতার সাথে মোকাবেলা করে অন্তবর্তীকালীন সরকারের আদর্শ, লক্ষ্য বাস্তবায়নের নিরলস কাজ করে যাচ্ছে। বহু শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
বারবার শুভবুদ্ধি আমাদের একত্রিত করেছে: ফারুক ই আজম
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
১০