এসপি সুভাষ বরখাস্ত

বাসস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২৩:৫৪

ঢাকা,  ৩ মার্চ, ২০২৫ (বাসস) : ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু সুভাষ চন্দ্র সাহার (সাবেক পুলিশ সুপার, ফরিদপুর জেলা) বিরুদ্ধে বংশাল থানা, ডিএমপি, ঢাকায় রুজুকৃত মামলায় (মামলা নং-৩৭) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর আদালত হতে জামিন গ্রহণ করেন। এ মামলায় ২০২৩ সালের ১৭ ডিসেম্বর  অভিযোগপত্র দাখিল এবং ২০২৪ সালের ১৬ জুলাই চার্জ গঠন করা হয়। (মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা হতে স্মারক নং-৫৭৩৭০) গত ২০২৪ সালের ২০ আগস্ট হতে পরবর্তী ৬ মাসের জন্য মামলার সকল কার্যক্রম স্থগিতাদেশ প্রদান করলেও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি (মামলা নং-৩৭) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২) বাতিল হয়নি।

সেহেতু সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জন্মাষ্টমী উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে ড্যাবের কর্মসূচি
সমাজকে রাজনীতির ঊর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজন হবে না : টুকু
মানুষ নিরুপায় হয়ে চিকিৎসা নিতে বিদেশে যায়: আসিফ নজরুল 
বারবার শুভবুদ্ধি আমাদের একত্রিত করেছে: ফারুক ই আজম
সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক
ইউক্রেনে ৮৫টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ
ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের
নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু নিহত
১০