লক্ষ্মীপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৩:৩৩ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৪:২৭
পবিত্র রমজান উপলক্ষে জেলায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রি শুরু। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে জেলায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে।

এ উপলক্ষ্য বুধবার সকালে পৌর শহরের গোডাউন রোডে ট্রাকে করে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

ভোক্তারা সাড়ে ৪’শ টাকায় পাচ্ছেন ২ কেজি ভোজ্যতেল, ১ কেজি মুসুরের ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা। যা বর্তমান বাজারের দামের চেয়ে অর্ধেক, এসব পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাস প্রমুখ।

সকাল থেকে টিসিবি পণ্য নিতে ট্রাকের সামনে সাধারণ মানুষ ভিড় করছেন। একই অবস্থায় দালাল বাজার, দক্ষিণ হামছাদী, উত্তর হামছাদী ও চররুহিতাসহ ৫টি স্থানে দেয়া হচ্ছে ট্রাকে করে এসব টিসিবি পণ্য। তবে কমমূল্যে টিসিবি পণ্য ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ।

জেলা প্রশাসক বলেন, ৫ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে পুরো রমজান জুড়ে চলবে। ৫টি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য দেয়া হচ্ছে।  সাড়ে ৪শ টাকায় পাচ্ছেন, চিনি ১ কেজি, ছোলা ১কেজি, মুসুরের ডাল এক কেজি ও ভোজ্যতেল ২ কেজি। সপ্তাহে ৫দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে টিসিবির পণ্য বিক্রি। নির্ধারিত সময়ের মধ্যে যে কেউ নিতে পারবে এসব পণ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘রূপবান শিম’ চাষে কৃষকদের চারগুণ লাভ
শাস্তির কবলে পাকিস্তান
থাই রাজার প্রথম চীন সফরে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিলেন সি 
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন এফটিএ দ্রুত স্বাক্ষরের ওপর জোর সিইএবি’র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
নাটোর থেকে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু হচ্ছে 
পিবিপ্রবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার
টেস্টে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
১০