কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক রেদুয়ান

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৫:২৬
কৃষিতে সফল হোসেনপুরের মো. রেদুয়ান মোল্লা। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : উচ্চ শিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদ্রাসা থেকে ফাজিল শেষ করেছেন।পড়ালেখা শেষ করে তার বন্ধু-বান্ধব যখন চাকরির খোঁজে ব্যস্ত, তিনি তখন কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা আবাদ করে সফল হয়েছেন তিনি। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি।

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকার যুবক মো. রেদুয়ান মোল্লা এবার ২৬ শতক জমিতে শসার আবাদ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভর সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন।

জানা গেছে, রেদুয়ান মোল্লা পড়ালেখার ফাঁকে ফাঁকে তার পিতাকে কৃষিতে সহযোগিতা করতেন৷ সে থেকেই তিনি কৃষিতে আগ্রহী হয়ে উঠেন৷ এবার তিনি বাড়ির পাশের ২৬ শতক জমিতে এয়ার মালিক সিডের হাইব্রিড জাতের শসা আবাদ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাইকারী দরে মণ প্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকায়।

তিনি এবার দেড় থেকে দুই লক্ষাধিক টাকার শসা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।

রেদুয়ান মোল্লা বলেন,'কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুইটি প্রশিক্ষণ গ্রহণ করেছি। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়ে কাজ করছি।  দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মণ করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মণের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষতে বড় পরিসরে কৃষি নিয়ে কাজ করার ইচ্ছা আছে বলেও জানান তিনি।'

রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা বলেন, 'লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে এটা সব বাবা মা’র ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষি কাজ শুরু করে প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে- আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে-সেই ধারণা আমার ছেলে বদলে দিয়েছে।'

স্থানীয় কৃষক মরজত আলী বলেন, 'তিনি দুইবছর ধরে শসা চাষ করছেন। আমরা প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি।উচ্চ শিক্ষিত যুবক তিনি৷ চাকরি না করে তার কৃষিতে কাজ আমাদের উৎসাহ দেন।'

উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন,'মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো উচ্চ শিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছেন, যা দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট পানি ছাড়
ফেনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ৩ জলদস্যু গ্রেপ্তার
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বড় জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের
কাতারের ওপর ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা
নেপালে আটকে পড়া জাতীয় ফুটবল দলের নিরাপদ প্রত্যাবর্তনে তৎপর সরকার
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে ১,৭৫১ জন গ্রেফতার
১০