বরগুনায় কাউন্সিলিং ও শিশু কিডস কর্ণার উদ্বোধন

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:১৪
বরগুনায় বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাশে আগত নারী ও শিশু বিচার প্রার্থীর জন্য ‘কাউন্সিলিং ও শিশু কিডস কর্ণার’ এর উদ্বোধন। ছবি: বাসস

বরগুনা, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় বুধবার সকাল ১০টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাশে আগত নারী ও শিশু বিচার প্রার্থীর জন্য ‘কাউন্সিলিং ও শিশু কিডস কর্ণার’ এর উদ্বোধন করেছেন বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান। 

এসময় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌসসহ অন্যান্য বিচারকরা উপস্থিত ছিলেন।

বরগুনার নারী শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস ২০২৪ সালের পহেলা ডিসেম্বর বরগুনায় যোগদান করার পর বিচার কাজ শুরু করেন। ওই ট্রাইব্যুনালে প্রায় তিন হাজার মামলা রয়েছে। আগত বিচার প্রার্থী নারীদের সঙ্গে ছোট ছোট শিশু থাকে। তারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকেন। বসার জন্য ভালো জায়গা নেই। তাদের কষ্ট লাঘবে বরগুনা গণপূর্ত বিভাগের অর্থায়নে বরগুনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পূর্ব পাশে নারী ও শিশু কাউন্সিলিং কিডস  কর্ণার তৈরি করা হয়েছে। এ কর্ণারে রয়েছে কাঁচের তৈরি দুইটি কক্ষ, সুপেয় পানি, ওয়াশরুম ও পর্যাপ্ত বসার জায়গা। শিশুদের জন্য খেলার সরঞ্জাম।

উদ্বোধক জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান বলেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। এতে করে আগত নারীর সঙ্গে থাকা শিশু ও শিশু বিচার প্রার্থীরা স্বস্তি পাবেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ, শেখ আনিজ্জুমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার, আফিফা আফরিন আঁখিসহ বিচারকরা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন, বিশেষ পিপি রনজুয়ারা সিপু, বরগুনা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুল বারি আসলাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০