গোমতী নদীর মাটি কাটায় ৭টি ট্রাক আটক

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:১৯
কুমিল্লার পালপাড়া এলাকায় গোমতি নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে ৭টি ট্রাক আটক। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৫মার্চ, ২০২৫ (বাসস) : কুমিল্লার সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতি নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে ৭টি ট্রাক আটক করা হয়।

মঙ্গলবার রাত ১২ থেকে বুধবার ভোর ৬টা পযর্ন্ত এ অভিযান পরিচলনা করেন আদর্শ সদর উপজেলা প্রশাসন। 

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে চারটি মাঝারি ড্রাম ট্রাক, দুটি বড় ড্রাম ট্রাক ও একটি ট্রাক্টর আটক করা হয়। 

ট্রাক্টরগুলো মাটি ভর্তি অবস্থায় জব্দ করা হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোন প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০