পিরোজপুরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:২৩ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৭
আজ গাছ সুরক্ষায়, গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি। ছবি : বাসস

পিরোজপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ গাছ সুরক্ষায়, গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি পালন করা  হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে পিরোজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

আজ সকাল সাড়ে দশটায় জেলা সার্কিট হাউস চত্বরে  প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ  আশরাফুল আলম খান।

সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা বাগেরহাট জি এম রফিক আহমেদ।

উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিঠু,সহকারী  বন সংরক্ষণ পিরোজপুর।

এ সময় জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের এক অমূল্য সম্পদ। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অথচ আমরা অনেক সময় না বুঝেই সেই গাছের ক্ষতি করি। বিভিন্ন বিজ্ঞাপন লাগাবার জন্য গাছের গায়ে পেরেক ঠুকে দেই। যা গাছের এবং আমাদের উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর।

এজন্য আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং গাছ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা শহরকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে পারব।

আয়োজকরা জানিয়েছেন, গাছ থেকে তাদের এ পেরেক অপসারণ কর্মসূচি চলমান থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০