পিরোজপুরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:২৩ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৭
আজ গাছ সুরক্ষায়, গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি। ছবি : বাসস

পিরোজপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ গাছ সুরক্ষায়, গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি পালন করা  হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে পিরোজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

আজ সকাল সাড়ে দশটায় জেলা সার্কিট হাউস চত্বরে  প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ  আশরাফুল আলম খান।

সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা বাগেরহাট জি এম রফিক আহমেদ।

উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিঠু,সহকারী  বন সংরক্ষণ পিরোজপুর।

এ সময় জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের এক অমূল্য সম্পদ। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অথচ আমরা অনেক সময় না বুঝেই সেই গাছের ক্ষতি করি। বিভিন্ন বিজ্ঞাপন লাগাবার জন্য গাছের গায়ে পেরেক ঠুকে দেই। যা গাছের এবং আমাদের উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর।

এজন্য আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং গাছ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা শহরকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে পারব।

আয়োজকরা জানিয়েছেন, গাছ থেকে তাদের এ পেরেক অপসারণ কর্মসূচি চলমান থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘রূপবান শিম’ চাষে কৃষকদের চারগুণ লাভ
শাস্তির কবলে পাকিস্তান
থাই রাজার প্রথম চীন সফরে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিলেন সি 
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন এফটিএ দ্রুত স্বাক্ষরের ওপর জোর সিইএবি’র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
নাটোর থেকে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু হচ্ছে 
পিবিপ্রবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার
টেস্টে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
১০