পিরোজপুরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:২৩ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৭
আজ গাছ সুরক্ষায়, গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি। ছবি : বাসস

পিরোজপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ গাছ সুরক্ষায়, গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি পালন করা  হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে পিরোজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

আজ সকাল সাড়ে দশটায় জেলা সার্কিট হাউস চত্বরে  প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ  আশরাফুল আলম খান।

সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা বাগেরহাট জি এম রফিক আহমেদ।

উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিঠু,সহকারী  বন সংরক্ষণ পিরোজপুর।

এ সময় জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের এক অমূল্য সম্পদ। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অথচ আমরা অনেক সময় না বুঝেই সেই গাছের ক্ষতি করি। বিভিন্ন বিজ্ঞাপন লাগাবার জন্য গাছের গায়ে পেরেক ঠুকে দেই। যা গাছের এবং আমাদের উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর।

এজন্য আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে এবং গাছ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা শহরকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে পারব।

আয়োজকরা জানিয়েছেন, গাছ থেকে তাদের এ পেরেক অপসারণ কর্মসূচি চলমান থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০