ফেনীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:৪১ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৩
ফেনীতে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। ছবি: বাসস

ফেনী,  ৫ মাচর্, ২০২৫ (বাসস) : জেলায় রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার, হাসপাতাল মোড়, মহিপাল পাসপোর্ট অফিস সংলগ্ন স্থান, বিসিক শিল্পনগরী, জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্ত মাছের আড়ত সংলগ্ন স্থান এবং দাউদপুল কাঁচাবাজার সংলগ্ন স্থানে ট্রাকে করে ৫টি পণ্য বিক্রি হচ্ছে। 

আজ বুধবার সকালে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক মাসুদ পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাক সেলের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের এসব পণ্য কিনে নেন ভোক্তারা। বাজারের তুলনায় কম দামে কিনতে পেরে খুশি তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, প্রতি ট্রাকে ৪’শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে চিনি এক কেজি, ছোলা এক কেজি, মসুর ডাল দুই কেজি, খেজুর ১ কেজি ও সয়াবিন তেল দুই লিটার রয়েছে। প্যাকেজের মূল্য  ৪৫০ টাকা। 

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০