ফেনীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:৪১ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৩
ফেনীতে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। ছবি: বাসস

ফেনী,  ৫ মাচর্, ২০২৫ (বাসস) : জেলায় রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার, হাসপাতাল মোড়, মহিপাল পাসপোর্ট অফিস সংলগ্ন স্থান, বিসিক শিল্পনগরী, জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্ত মাছের আড়ত সংলগ্ন স্থান এবং দাউদপুল কাঁচাবাজার সংলগ্ন স্থানে ট্রাকে করে ৫টি পণ্য বিক্রি হচ্ছে। 

আজ বুধবার সকালে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক মাসুদ পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাক সেলের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের এসব পণ্য কিনে নেন ভোক্তারা। বাজারের তুলনায় কম দামে কিনতে পেরে খুশি তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, প্রতি ট্রাকে ৪’শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে চিনি এক কেজি, ছোলা এক কেজি, মসুর ডাল দুই কেজি, খেজুর ১ কেজি ও সয়াবিন তেল দুই লিটার রয়েছে। প্যাকেজের মূল্য  ৪৫০ টাকা। 

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০