ফেনীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:৪১ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৩
ফেনীতে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। ছবি: বাসস

ফেনী,  ৫ মাচর্, ২০২৫ (বাসস) : জেলায় রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার, হাসপাতাল মোড়, মহিপাল পাসপোর্ট অফিস সংলগ্ন স্থান, বিসিক শিল্পনগরী, জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্ত মাছের আড়ত সংলগ্ন স্থান এবং দাউদপুল কাঁচাবাজার সংলগ্ন স্থানে ট্রাকে করে ৫টি পণ্য বিক্রি হচ্ছে। 

আজ বুধবার সকালে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক মাসুদ পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাক সেলের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের এসব পণ্য কিনে নেন ভোক্তারা। বাজারের তুলনায় কম দামে কিনতে পেরে খুশি তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, প্রতি ট্রাকে ৪’শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে চিনি এক কেজি, ছোলা এক কেজি, মসুর ডাল দুই কেজি, খেজুর ১ কেজি ও সয়াবিন তেল দুই লিটার রয়েছে। প্যাকেজের মূল্য  ৪৫০ টাকা। 

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩৯ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওয়েসিস অ্যাক্সেসরিজের ৪৮ লাখ ডলার বিনিয়োগ
বিশ্ব রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল ইংল্যান্ড
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের সংস্কার কাজ চলছে : ব্যয় ২৫ কোটি টাকা
এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর খেলোয়াড় তালিকা
ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু
নূরের অবস্থার উন্নতি, সুস্থ হতে লাগবে কয়েক সপ্তাহ : ঢামেক পরিচালক
চাঁদপুরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং
তুরস্কে বন্দুকধারীর হামলায় ২ পুলিশ নিহত, গ্রেফতার ১
১০