ফেনীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৬:৪১ আপডেট: : ০৫ মার্চ ২০২৫, ১৬:৫৩
ফেনীতে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। ছবি: বাসস

ফেনী,  ৫ মাচর্, ২০২৫ (বাসস) : জেলায় রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ভ্রাম্যমান ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার, হাসপাতাল মোড়, মহিপাল পাসপোর্ট অফিস সংলগ্ন স্থান, বিসিক শিল্পনগরী, জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্ত মাছের আড়ত সংলগ্ন স্থান এবং দাউদপুল কাঁচাবাজার সংলগ্ন স্থানে ট্রাকে করে ৫টি পণ্য বিক্রি হচ্ছে। 

আজ বুধবার সকালে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক মাসুদ পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, ট্রাক সেলের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের এসব পণ্য কিনে নেন ভোক্তারা। বাজারের তুলনায় কম দামে কিনতে পেরে খুশি তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, প্রতি ট্রাকে ৪’শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে চিনি এক কেজি, ছোলা এক কেজি, মসুর ডাল দুই কেজি, খেজুর ১ কেজি ও সয়াবিন তেল দুই লিটার রয়েছে। প্যাকেজের মূল্য  ৪৫০ টাকা। 

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘রূপবান শিম’ চাষে কৃষকদের চারগুণ লাভ
শাস্তির কবলে পাকিস্তান
থাই রাজার প্রথম চীন সফরে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিলেন সি 
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন এফটিএ দ্রুত স্বাক্ষরের ওপর জোর সিইএবি’র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
নাটোর থেকে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু হচ্ছে 
পিবিপ্রবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার
টেস্টে চতুর্থবারের মতো ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
১০