আকস্মিক বাজার পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:০৭
বুধবার চাঁদপুরে বাজার পরিদর্শনে জেলা প্রশাসক। ছবি : বাসস

চাঁদপুর, ০৫ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি, ব্যবসায়ীদের সাথে বৈঠকসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে আকস্মিক বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বাজারের বাস্তব চিত্র দেখার জন্য শহরের পালবাজার পাইকারী ও খচুরা পণ্যের দোকানগুলো ঘুরে দেখেন।

এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীসের সাথে কথা বলেন এবং বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার জন্য কঠোর সতর্কতা  ঘোষণা করেন।

পরিদর্শনকালে এক মুদি ব্যবসায়ী ভোজ্য তেলের ব্যাপারে অভিযোগ জানালে তাৎক্ষণিক জেলা প্রশাসক ওই পরিবেশেকের সাথে কথা বলে কঠোর হুশিয়ারী দেন।

জেলা প্রশাসক কার্যালয়ের  জ্যৈষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বিজয়, বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি হারুন পাটওয়ারীসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছেন কি না এবং স্বল্প ও সঠিক মূল্যে বিক্রি করছেন কি না তা দেখার জন্যই এই আকস্মিক বাজার পরিদর্শনে গিয়েছিলাম। যেসব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা পাইনি তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও আমরা ব্যবসায়ীদের সাথে বসে গরুর মাংস, খাসির মাংস, মুরগি ও ডিমের যে মূল্য নির্ধারণ করে দিয়েছি, তা পর্যবেক্ষণ করে সঠিক পাওয়া গেছে। আপাতত বাজার স্থিতিশীল অবস্থায় আছে।

মাহে রমজান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০