আকস্মিক বাজার পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৭:০৭
বুধবার চাঁদপুরে বাজার পরিদর্শনে জেলা প্রশাসক। ছবি : বাসস

চাঁদপুর, ০৫ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি, ব্যবসায়ীদের সাথে বৈঠকসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে আকস্মিক বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বাজারের বাস্তব চিত্র দেখার জন্য শহরের পালবাজার পাইকারী ও খচুরা পণ্যের দোকানগুলো ঘুরে দেখেন।

এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীসের সাথে কথা বলেন এবং বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার জন্য কঠোর সতর্কতা  ঘোষণা করেন।

পরিদর্শনকালে এক মুদি ব্যবসায়ী ভোজ্য তেলের ব্যাপারে অভিযোগ জানালে তাৎক্ষণিক জেলা প্রশাসক ওই পরিবেশেকের সাথে কথা বলে কঠোর হুশিয়ারী দেন।

জেলা প্রশাসক কার্যালয়ের  জ্যৈষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বিজয়, বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি হারুন পাটওয়ারীসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন করছেন কি না এবং স্বল্প ও সঠিক মূল্যে বিক্রি করছেন কি না তা দেখার জন্যই এই আকস্মিক বাজার পরিদর্শনে গিয়েছিলাম। যেসব ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা পাইনি তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও আমরা ব্যবসায়ীদের সাথে বসে গরুর মাংস, খাসির মাংস, মুরগি ও ডিমের যে মূল্য নির্ধারণ করে দিয়েছি, তা পর্যবেক্ষণ করে সঠিক পাওয়া গেছে। আপাতত বাজার স্থিতিশীল অবস্থায় আছে।

মাহে রমজান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০