বগুড়ায় সড়ক দুর্ঘটনা স্বামী-স্ত্রী নিহত

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:০১

বগুড়া, ৯ মার্চ ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী- স্ত্রী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ২টায় বগুড়া শহরের চারমাথায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মো. সজল (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা (৪৫)। 

বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান দুর্ঘটনায় দু’জনের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দম্পতির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, সজল ও তার স্ত্রী হোসনে আরা মোটরসাইকেল যোগে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে শহরের তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটর সাইকেলটি চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে একটি মাইক্রোবাসের সাথে সেটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহি স্বামী-স্ত্রী দু’জনেই ছিঁটকে পড়েন। ওই সময় পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রী হোসনে আরাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল নিহত হন। গুরুতর অবস্থায় তার স্ত্রী হোসনে আরাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
ডিসেম্বরে ভারত সফরে যাবেন পুতিন
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ক্যারিবিয়া অভিমুখী যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের পানামা খালে প্রবেশ
ঠাকুরগাঁওয়ে সিলিকা ফ্যাক্টরিতে ডাকাতি, গ্রেপ্তার ৬ 
ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ‘ব্যাপক আক্রমণ’ অব্যাহত : গভর্নর
ইন্দোনেশিয়ায় বিক্ষোভকারীদের দেয়া আগুনে ৩ জনের প্রাণহানি
রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
তিন মাস পর ফের খুলছে সুন্দরবনের দুয়ার
নাটোরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
১০