বগুড়ায় সড়ক দুর্ঘটনা স্বামী-স্ত্রী নিহত

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:০১

বগুড়া, ৯ মার্চ ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী- স্ত্রী নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ২টায় বগুড়া শহরের চারমাথায় ঢাকা- বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মো. সজল (৫০) এবং তার স্ত্রী হোসনে আরা (৪৫)। 

বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান দুর্ঘটনায় দু’জনের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দম্পতির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, সজল ও তার স্ত্রী হোসনে আরা মোটরসাইকেল যোগে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে শহরের তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটর সাইকেলটি চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে একটি মাইক্রোবাসের সাথে সেটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহি স্বামী-স্ত্রী দু’জনেই ছিঁটকে পড়েন। ওই সময় পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রী হোসনে আরাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল নিহত হন। গুরুতর অবস্থায় তার স্ত্রী হোসনে আরাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের রাজধানীতে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভের মেয়র
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২১ 
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা
মোল্লাহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বোয়ালখালীতে পণ্যের মেয়াদে বিভ্রান্তিকর তথ্য, জরিমানা
লাতিন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা হোয়াইট হাউসের
তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের জন্য রাষ্ট্রদূতকে চীনের তলব
বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ডুবে ১ জনের মৃত্যু
কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে গ্রেপ্তার ১২
কিয়েভের ওপর রাশিয়ার হামলায় হতাহত ১৬  
১০