রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ট্রাইব্যুনাল করে ধর্ষকদের বিচার দাবি

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৩১
সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাসস

রাজশাহী, ৯ মার্চ ২০২৫ (বাসস): ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি ও নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২ টার দিকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদি সজিব বলেন, সরকারকে অবিলম্বে ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়ে বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট হচ্ছে বৈষম্য নিরসন, নারীর সম্ভ্রম রক্ষা, মানবিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামীকাল বেলা সাড়ে ১১টায়  আমরা আবার প্যারিস রোডে জড়ো হবো। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র আছিয়া না, তনু থেকে শুরু করে বিগত বছরগুলোতে আমাদের যে বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমন আইন করতে হবে যেন ধর্ষক ধর্ষণ করার আগে একশত বার চিন্তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেক্সিকোতে সশস্ত্র সংঘর্ষে নিহত ৬ 
যুক্তরাষ্ট্রে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ইনজেকশন দিয়ে খুনির মৃত্যুদণ্ড কার্যকর
ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ফটোকার্ড তৈরি করে ছড়ানো গুজব শনাক্ত : বাংলাফ্যাক্ট
ভারতের বিধিনিষেধ আমাদের জন্যে আত্মনির্ভরশীলতার সুযোগ : উপদেষ্টা আসিফ মাহমুদ
ট্রাম্প পুতিনকে কোনো 'ছাড়' দেননি: রুবিও
গাজা দখলে নেয়ার চেষ্টায় ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি ইউরোপের 
ইসরাইলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
১০