চট্টগ্রামে আরও ৩৯ ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৮:০১

চট্টগ্রাম, ৯ মার্চ ২০২৫ (বাসস) : নগরীর ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে  গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের দাবি, তাদেরকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী কিংবা সহযোগী হিসেবে গ্রেফতার করা হয়েছে। 

আজ রোববার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তাদেরকে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাতের মধ্যে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা  হলেন- মো. তরিকুল ইসলাম (২৭), নুরুল কবির (৪২), ইমাম হোসেন রাহাত (২০), মনজুর (৫৫), শাহেদ (৩৩), সেকান্দর (৩১), কবির হোসেন (৩৯), শাহাবুদ্দিন (৩৫), জিসান (২২), মামুন মিয়া (২০), রাশেদ প্রকাশ রাহুল (২২), মুছা (৪০), শাহ আহম্মেদ প্রকাশ বাহার, সাগর (২৪), মেহেদী হাসান (২২), মিশু (৩৬), মো. হোসেন (২৬), ইউনুছ নবি (১৯), সোহেল (৩২), জাকির হোসেন বাপ্পি (২৭), শুভ দে (২৬), মো. রাশেদ (৩৪), মো. ফারুক (২৪), আব্দুল আউয়াল (৩০), আব্দুল রহিম (১৮), সৈয়দ আবেদ হোসেন (৪৫), জাহিদ হারুনী (৪৪), ফারুক (৩৮), জহির ইসলাম (২৭), রাজু (২০), আবিদ হাসান উজ্জল (৩২), শাকিল (২০), সুভাষ দাশ (৩৭), আলী আকবর সায়মন (২৫), শাহজাহান (১৯), সিফাত  হোসেন (২০), মো. জুয়েল (২১), আব্দুল কাদের (৩৫) ও ইব্রাহীম (৩৯)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
১০