৮ কোটি টাকা বকেয়া; কিশোরগঞ্জে সিএনজি পাম্প বন্ধ

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৪৯

কিশোরগঞ্জ, ৯ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশের একটি সিএনজি ফিলিং স্টেশন ৮ কোটি টাকার উপরে বকেয়ার কারণে ১৭ দিন ধরে বন্ধ রয়েছে।

সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের ওপর স্থাপিত ‘এম সোনার বাংলা সিএনজি ফিলিং স্টেশন’ নামের সিএনজি পাম্পটি গত ১৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়কে চলাচল করা হাজারো যানবাহনের চালক ও যাত্রীরা। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মুহাম্মদ মোশাররফ হুসাইন জানান, ফিলিং স্টেশনটির কাছে তিতাস গ্যাস কোম্পানির বকেয়া পাওনা আটকোটি ১১ লাখ ৩০ হাজার ৯৭ টাকা। এ জন্য গত ১৯ ফেব্রুয়ারি ফিলিং স্টেশনটির গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে।

তিনি জানান, এই ফিলিং স্টেশনটির বকেয়া পাওনা পরিশোধ নিয়ে ইতিপূর্বে একাধিক মামলা হয়েছে। এর আগে গতবছর ২১ জানুয়ারি সিএনজি ফিলিং স্টেশনটির কাছে ৬ কোটি টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। 

২০১৮ সালের ২২ ডিসেম্বর ঘন্টায় ৫৫৩ ঘনমিটার সঞ্চালন ক্ষমতা নিয়ে সিএনজি ফিলিং স্টেশনটি উদ্বোধন হয়েছিল। চালু থাকা অবস্থায় এই ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য হালকা ও ভারি যানবাহনের লাইন  থাকতো। 

স্থানীয় সিএনজি-চালিত অটোরিকশার চালক বেলাল হোসেন জানান, তিনি নিয়মিত কিশোরগঞ্জ থেকে ভৈরবে যাত্রী নিয়ে যাতায়াত করেন। যাওয়া-আসার পথে প্রয়োজনমত এই স্টেশন গ্যাস নিয়ে যেতেন। কিন্তু এখন গ্যাসের জন্য আরও ৫০ কিলোমিটার দূরে ভৈরবে যেতে হয়। অনেক সময় অপেক্ষা করে গ্যাস সংগ্রহ করতে হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০