৮ কোটি টাকা বকেয়া; কিশোরগঞ্জে সিএনজি পাম্প বন্ধ

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২০:৪৯

কিশোরগঞ্জ, ৯ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশের একটি সিএনজি ফিলিং স্টেশন ৮ কোটি টাকার উপরে বকেয়ার কারণে ১৭ দিন ধরে বন্ধ রয়েছে।

সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের ওপর স্থাপিত ‘এম সোনার বাংলা সিএনজি ফিলিং স্টেশন’ নামের সিএনজি পাম্পটি গত ১৯ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়কে চলাচল করা হাজারো যানবাহনের চালক ও যাত্রীরা। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কিশোরগঞ্জ জেলা ব্যবস্থাপক মুহাম্মদ মোশাররফ হুসাইন জানান, ফিলিং স্টেশনটির কাছে তিতাস গ্যাস কোম্পানির বকেয়া পাওনা আটকোটি ১১ লাখ ৩০ হাজার ৯৭ টাকা। এ জন্য গত ১৯ ফেব্রুয়ারি ফিলিং স্টেশনটির গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে।

তিনি জানান, এই ফিলিং স্টেশনটির বকেয়া পাওনা পরিশোধ নিয়ে ইতিপূর্বে একাধিক মামলা হয়েছে। এর আগে গতবছর ২১ জানুয়ারি সিএনজি ফিলিং স্টেশনটির কাছে ৬ কোটি টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। 

২০১৮ সালের ২২ ডিসেম্বর ঘন্টায় ৫৫৩ ঘনমিটার সঞ্চালন ক্ষমতা নিয়ে সিএনজি ফিলিং স্টেশনটি উদ্বোধন হয়েছিল। চালু থাকা অবস্থায় এই ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য হালকা ও ভারি যানবাহনের লাইন  থাকতো। 

স্থানীয় সিএনজি-চালিত অটোরিকশার চালক বেলাল হোসেন জানান, তিনি নিয়মিত কিশোরগঞ্জ থেকে ভৈরবে যাত্রী নিয়ে যাতায়াত করেন। যাওয়া-আসার পথে প্রয়োজনমত এই স্টেশন গ্যাস নিয়ে যেতেন। কিন্তু এখন গ্যাসের জন্য আরও ৫০ কিলোমিটার দূরে ভৈরবে যেতে হয়। অনেক সময় অপেক্ষা করে গ্যাস সংগ্রহ করতে হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০