ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৩:২৩

ময়মনসিংহ, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার চাঁনপুর ব্রিজের চৌরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ফুলপুরের হাটপাগলা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হাসাদ হোসেন (১৬), নরসিংদী জেলার রায়পুরার পলাশতলী এলাকার নবাব আলীর ছেলে আবুল কাশেম (৫০), শেরপুর জেলার নকলার সাতুগাঁও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আশিক মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি উপজেলার ভাইটকান্দি থেকে ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চাঁনপুর ব্রিজের চৌরাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাকসহ পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক
অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে দেশজুড়ে সফরের পরিকল্পনা ট্রাম্পের
শিশুদের ইনডোর জীবনযাপনে মায়োপিয়ার ঝুঁকি বাড়ছে: অধ্যাপক ডা. মনিরুজ্জামান
উত্তরার মুগ্ধমঞ্চে সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ
বিশ্ব ডায়াবেটিস দিবস কাল
ডেঙ্গু আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৩
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কম সময় ও খরচে উৎপাদন বেড়েছে: সিলেটে কর্মশালায় বক্তারা
ঢাকাসহ ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ
১০