সুনামগঞ্জে ৩ লাখ ৮৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৫:৫২
৩ লাখ ৮৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস। ছবি : বাসস

সুনামগঞ্জ, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার  ১২ টি উপজেলা ও চারটি পৌরসভার ২ হাজার ১৭৮টি কেন্দ্রে  ৩ লাখ ৮৩ হাজার ৬৩০ জন শিশুকে  ভিটামিন ' এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো নির্ধারন করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টায় জেলা ইপিআই ভবনের কনফারেন্স হলে এক প্রেসব্রিফিং- এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন আরও জানান, জেলার ১২ টি উপজেলা ও চারটি পৌর সভায় ২ হাজার ১৭৮ টি কেন্দ্রে ৩ লাখ ৮৩ হাজার ৬৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৫৮৮ জন শিশুকে নীল রং-এর ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪১ হাজার ৪২ জন শিশুকে  লাল রং-এর ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি জানান, আগামী ১৫ মার্চ  সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  এ ক্যাম্পেইন চলবে।

সারা জেলায় ৪ হাজার ৫২০ জন কর্মী ২ হাজার ১৭৮ কেন্দ্রে এই ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জনানা সিভিল সার্জন।

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. সুখদেব সাহা, দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর চন্দ্র দাস ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যশোবন্ত ভট্টাচার্যসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যা : সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছসহ পাঁচজন রিমান্ডে
লড়াই করে হারল বাংলাদেশ
ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ে শিক্ষা উপদেষ্টার অভিনন্দন 
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত : বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা আরও জোরদারের আহ্বান
বাংলাদেশ ইউনেস্কোর সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত
২০২৬ সালে বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অর্থায়ন করতে পারে এডিবি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে নারী নেত্রী ও বিশেষজ্ঞদের সহযোগিতা চাইলেন সিইসি
রফতানিতে দেশীয় বীমা কোম্পানি ব্যবহারের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
আবরার ফাহাদের শাহাদত জুলাই গণ-অভ্যুত্থানের বড় প্রেরণা : তথ্য উপদেষ্টা
১০