সিএমএইচে মাগুরায় নির্যাতিত শিশুর উন্নত চিকিৎসা চলছে : আইএসপিআর

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২২:৫৬ আপডেট: : ১১ মার্চ ২০২৫, ০০:২০

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাগুরায় নির্যাতিত শিশুটির উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন শিশুটিকে স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।

আইএসপিআর জানায়, 'গত ৮ মার্চ সন্ধ্যা ৬ টায় মাগুরায় নির্যাতিত আট বছর বয়সী শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন শিশু আইসিইউ, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়। ওই সময় শিশুটি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিল। এই সময় তার রক্তচাপ ১২০/৭০ মিঃমিঃ (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬% পাওয়া যায়।'

ওই সময় শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। রোগীর যথাযথ অবস্থার নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের লক্ষ্যে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চিফ সার্জন জেনারেল, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান স্ত্রী ও ধাত্রী বিদ্যা বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ, উপদেষ্টা ও বিভাগীয় প্রধান শিশু সার্জারি বিভাগ, সিনিয়র অবেদন বিদ্যা বিশেষজ্ঞ, সিনিয়র শিশু নিউরোলজিস্ট এর সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পেটের সিটি স্ক্যান, বুক এবং মস্তিষ্ক, পেটের ইউএসজি, বুকের এক্স-রে এবং রক্তের প্রয়োজনীয় পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করে যথাযথ চিকিৎসা শুরু করা হয়। পরীক্ষায় শিশুটির নিউমোথ্রক্স (আরটি) এবং এবং এআরডিএস ও ডিফিউজ সেরিব্রাল এডিমা ধরা পড়ে। একই সাথে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।

বর্তমানে শিশুটি লাইফ সাপোর্টে রয়েছে বলে আইএসপিআর জানায়। গত ৫ মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০