নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেফতার

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০০:২১ আপডেট: : ১১ মার্চ ২০২৫, ১২:৩৮

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : নারীদের অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার অভিযোগে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে এক যুবককে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

আজ সোমবার রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার জন্য মোঃ খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামে  পাগলের বেশ ধারণ করা এক যুবককে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

ইনামুল হক সাগর বাসসকে আরও জানান,একটি ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশ ধারন করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করছেন।

তিনি আরও বলছেন যে, হিজাব না পড়লে ধর্ষিত হবেন এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর।  যে ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখানে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্েয বিরোধ সৃস্টির অপচেষ্টা।

একইসাথে সমাজে মা বোনদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছডিয়ে দিচ্ছেন ।এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন।
এ কারনে আজ বিকেল আনুমানিক ৪টার দিকে  সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার এ ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল  পরিবেশ তৈরী হয়েছে এই অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন  করা হচ্ছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি বাড়াবে
সমাজে বৈষম্য উত্তরণের কথা শাহ আব্দুল করিমের গানে ওঠে এসেছে
জাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
সামাজিক অবক্ষয় ও পারিবারিক সংগ্রামের মঞ্চ নাটক ‘গগনে গর্জিছে’
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
খুলনার ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে
লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী
চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে মালামাল চুরি, ট্রাকসহ ১জন গ্রেপ্তার
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
১০