স্ত্রীসহ সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিনের ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৫:০৪
সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। ফাইল ছবি

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে ঢাকার উত্তরায় থাকা দুইটি ফ্ল্যাট এবং তাদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা চারটি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব ব্যাংক হিসাবে ৩৯ লক্ষ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।  

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ২ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৪৭ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বা বেহাত করার প্রচেষ্টা করছে। মামলা নিষ্পত্তির পূর্বে নিম্নবর্ণিত সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে সমূহ ক্ষতির কারণ রয়েছে। এজন্য উল্লিখিত স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দেয়া প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ৩
ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপ করল ইইউ
রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 
যেভাবে হ্যান্ডবল পৌঁছেছে অভিভাবকদের ডাইনিং টেবিলে
শিল্পকলা একাডেমিতে আবু রাসেল রনির আলোকচিত্র প্রদর্শনী শুরু আগামীকাল
চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
বসনিয়ার নার্সিং হোমে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৩
১০