মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পসহ ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৬:৩২

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসাস) : মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পসহ ৬ ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সোমবার অর্থ উপদেষ্টা ড. সালহেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ৪ হাজার ৯৮৫ কোটি ৬৩ লাখ, ৫০ হাজার ৬৪৫ টাকা। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

প্রস্তাবগুলো হলো, জি টু জি ভিত্তিক সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের কার্য এবং পণ্য ক্রয় কার্যক্রমের অনুমোদন। এতে ব্যয় হবে ৪ হাজার ৬৪ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকা।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় (২৫-২৬ মার্চ সময়ের জন্য) স্পট মার্কেট থেকে ভ্যাট-ট্যাক্সসহ ৬৬৪ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪১০ টাকা ব্যয়ে এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে  প্রতি  ইউনিটের/এমএমবিটিইউ  দাম পড়েছে ১৪ দশমিক ৩০ মার্কিন ডলার। 

এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (খুলনা বিভাগে) বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন শীর্ষক প্রকল্প প্যাকেজের লট-১ ও লট-২ এর আওতায় ৪৮৬০০ টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়। এতে মোট ব্যয় হবে ১৫৩ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ২৪৯ টাকা।

এর মধ্যে লট-১ এর জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছ থেকে ৭৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৮৭৭ টাকায় ২৪৩০০ টি পোল এবং লোট-২ এর জন্য ৭৬ কোটি ৬৫ লাখ ১ হাজার ৩৭২ টাকায় চরকা এসপিএসি পোল লিমিটেড জেভি উইথ দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, টাসকো (টিএসসিও) পাওয়ার লিমিটেড এন্ড পাশা পোল লিমিটেডের কাছ থেকে ২৪৩০০টি পোল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের আলোকে জিওবি এবং এশিয়া উন্নয়ন ব্যাংকের ঋণ ও অনুদান সহায়তায় জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় ‘ডিটেইল ইঞ্জিনিয়ারিং ড্রেজিং ফর ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ফর কুমিল্লা, ইশ্বরদী কোস্টাল টাওয়ার এবং খাগড়াছড়ি টাউনের (ডিইকে-সিটিকে) প্যাকেজ এস-০২/পিএমইউ শীর্ষক পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন। এতে ভ্যাট ট্যাক্সসহ মোট চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৪৩ টাকা। দোহা-ডেভকোন-আইডাব্লিউএম-জেভি এর কাছ থেকে এ পরামর্শক সেবা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০