ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার মরণঘাতী সমস্যা: জবি উপাচার্য

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:১৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ছবি: জবি ওয়েবসাইট

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ধূমপান এবং তামাকজাত পণ্যের ব্যবহার একটি মরণঘাতী সমস্যা। ইতিমধ্যে ক্যাম্পাসে ধূমপান এবং তামাকজাত পণ্যের ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোব্যাকো ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে চার সদস্যের একটি দল বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবং ট্রেজারারের কাছে ধুমপানমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণের সময় উপাচার্য এই মন্তব্য করেন।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে বিজ্ঞান বিভাগের মূল ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়। এই সময় শিক্ষার্থীরা তামাকপণ্যের কার্যকর করারোপের দাবি তুলেন।

প্রতিনিধি দল ট্রেজারারকে স্মারকলিপি প্রদানের সময় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, ধূমপানমুক্ত ক্যাম্পাস একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বিষয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন থেকেই নৈতিক গুণাবলির মধ্যে দিয়ে তাদের জীবনকে সুস্থ এবং সুন্দর ভাবে গড়ে তুলবে।

জবি অ্যান্টি টোব্যাকো ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম বলেন, দেশে প্রায় ১২ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত ধূমপানে আসক্ত। যুব সমাজই সব অন্যায়ের বিরুদ্ধে ঢাল। তাই ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় তরুণ সমাজকে তামাক কোম্পানির সব কূটকৌশলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত যুক্তরাজ্যের
ডিএমপির তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযান ৬৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
১০