ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫(বাসস): আদালত চলাকালীন অসুস্থ হয়ে নুরুল আমিন মিয়া নামে সুপ্রিম কোর্টের আইনজীবী মারা গেছেন।
এই আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে কোন বিচারকার্য পরিচালিত হয়নি।
আইনজীবী নুরুল আমিন মিয়ার মৃত্যুর বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, 'আমাদের সহকর্মী সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া আজ সোমবার কোর্ট চলাকালীন হার্ট স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বিচারকার্য পরিচালিত হয়নি। মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তিনি অনেক সহজ সরল মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় বিজ্ঞ বন্ধুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার পরিবারের সদস্যদেরকে শোক সইবার শক্তি দান করুন।'
আজ বেলা ১২ টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনে ২৫ নং কোর্ট চলাকালীন আইনজীবী নুরুল আমিন মিয়া তার মামলার শুনানির জন্য অপেক্ষারত থাকাবস্থায় কোর্টের ভিতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।