রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৫৯
রাঙামাটিতে ৫০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৩১ মার্চ ২০২৫ (বাসস): পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার ছয়টি ঈদগাহ মাঠ এবং আরো প্রায় পাঁচশো মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ সকাল ৮ টায় রাঙ্গামাটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই মাঠে সকাল ৮.৪৫মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। 

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন। রাঙ্গামাটি জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ এই জামাতে অংশ নেন।

সকাল ৯ টায় রিজার্ভ বাজার শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে অপর একটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির ৬ টি ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। 

ঈদের নামাজ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বলেন, পবিত্র ঈদ উল ফিতরের দিনে পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক এটাই প্রত্যাশা। আমাদের সবার মনে এই ধারণা থাকা দরকার যে, শুধু আমি ভালো থাকলে হবে না আমার পাশের বাড়ির মানুষটিও যাতে ভালো থাকে সেই মনোভাব নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। সকল সম্প্রদায়ের মানুষ  যাতে নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সেজন্য আন্তরিকভাবে কাজ করছে সরকার। 

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে রাঙ্গামাটির প্রতিটি ঈদগাহ মাঠে ঈদের নামাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০