রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১১:৫৯
রাঙামাটিতে ৫০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

রাঙ্গামাটি, ৩১ মার্চ ২০২৫ (বাসস): পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার ছয়টি ঈদগাহ মাঠ এবং আরো প্রায় পাঁচশো মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ সকাল ৮ টায় রাঙ্গামাটির প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একই মাঠে সকাল ৮.৪৫মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। 

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন। রাঙ্গামাটি জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ এই জামাতে অংশ নেন।

সকাল ৯ টায় রিজার্ভ বাজার শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামে অপর একটি বড় জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির ৬ টি ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। 

ঈদের নামাজ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বলেন, পবিত্র ঈদ উল ফিতরের দিনে পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক এটাই প্রত্যাশা। আমাদের সবার মনে এই ধারণা থাকা দরকার যে, শুধু আমি ভালো থাকলে হবে না আমার পাশের বাড়ির মানুষটিও যাতে ভালো থাকে সেই মনোভাব নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। সকল সম্প্রদায়ের মানুষ  যাতে নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করতে পারে সেজন্য আন্তরিকভাবে কাজ করছে সরকার। 

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে রাঙ্গামাটির প্রতিটি ঈদগাহ মাঠে ঈদের নামাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
কোনো অবস্থাতেই দুর্নীতি-স্বজনপ্রীতি সমর্থন করা হবে না : ডা. জাহিদ
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০