পুরাতন বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসি’র ঈদ জামাত অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১২:১২
প্রায় এক লক্ষ মুসল্লীদের অংশগ্রহণে ঈদের দিন ডিএনসিসি মাঠে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ঢাকা, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আয়োজনে সকাল সাড়ে ৮টায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

জামাতে ইমামতি করেন কারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহাম্মদ আল-আযহারী।

ঈদের জামাতের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রায় ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল করা হয়। প্যান্ডেলের বাইরেও নামাজ আদায়ের জন্য কার্পেট ও বিছানা ছিল। প্যান্ডেলের ভেতরে দক্ষিণ পাশে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল। সেখানে নারীরা নামাজে অংশ নেন।

মাঠে প্রবেশের জন্য বিভিন্ন অংশে ছয়টি ফটক ছিল। ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। প্যান্ডেলের দুই পাশে একসঙ্গে ১শ’ জন পুরুষ ও ৫০ জন নারীর অজু করার ব্যবস্থা ছিল। মাঠের বিভিন্ন জায়গায় খাওয়ার পানির ট্যাংক ছিল। ঈদ জামাতের জন্য মোট ১২ পেয়ার সাউন্ড সিস্টেম ও ১শ’টি মাইক ব্যবহার করা হয়।

জামাত শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নামাজে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০