সংকীর্ণতা ও সীমাবন্ধতা কাটিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার সারজিসের

বাসস
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৮:৩৩
ছবি : বাসস

পঞ্চগড়, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : মনের সংকীর্ণতা ও সীমাবন্ধতা কাটিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ সোমবার নিজ জেলায় পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে এ অঙ্গীকার ব্যক্ত করেন। 

পৃথিবীর সকল মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করার কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সকল মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করবো, যেন আমরা একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা এবং আমাদের সীমাবন্ধতা কাটিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি। 

তিনি বলেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আর সকল নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে তেমনি বান্দার প্রতিও বান্দার হক রয়েছে। এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, পৃথিবীতে অনেক মুসলিম ভাই বোনরা আছেন, যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। 

এর আগে তিনি আটোয়ারী উপজেলার নিজ এলাকা থেকে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি বিনিময় করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তার উৎকোচ গ্রহণের অভিযোগ তদন্তে কমিটি গঠন 
নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকদের জরুরি প্রত্যাবর্তন
ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে : চসিক মেয়র 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
দুর্গাপূজা সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৯.৩ শতাংশ প্রবৃদ্ধি
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
বিএফআইডিসি আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্ভাবনা তৈরি করতে সক্ষম : রিজওয়ানা হাসান
গণপূর্ত অধিদপ্তরের দুই উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর
স্ত্রীসহ বগুড়ার সাবেক এমপি রিপুর দেশত্যাগের নিষেধাজ্ঞা
১০