বাগেরহাটে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২০:১০
বাগেরহাটে আজ সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: বাসস 

বাগেরহাট, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলায় আজ সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযানকালে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

এ সময় ঘটনাস্থল থেকে মো. আরিফুল সরদার (২৪) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকালে মোংলায় কোস্টগার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মো. শাহজাহান, মো. অনু এবং অজ্ঞাত একব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস-সহ ২টি বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দু’টি বোটে তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. আরিফুল সরদার একজন হরিণ শিকারীকে আটক করা হয়। আটককৃত আরিফুল খুলনার জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০