প্রথমবারের মতো ব্যবসা ও মানবাধিকার শীর্ষক স্প্রিং স্কুলের আয়োজন করছে ঢাবি

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২০:১৯
প্রথমবারের মতো ব্যবসা ও মানবাধিকার শীর্ষক স্প্রিং স্কুলের আয়োজন করছে ঢাবি। ছবি: বাসস

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : প্রথমবারের মত পাঁচ দিনব্যাপী ব্যবসা ও মানবাধিকার শীর্ষক স্প্রিং স্কুলের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মশালা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এই কর্মশালার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ প্রদর্শনের ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ থাকা প্রয়োজন। এ বিষয়ে শিল্পখাত সংশ্লিষ্টদের প্রশিক্ষণ জরুরি।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি সামগ্রিকভাবে দেশের কর্মক্ষেত্রে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো এই স্প্রিং স্কুলের আয়োজন করেছে। এই স্কুলের কার্যক্রমের সঙ্গে বিভিন্ন দাতা সহযোগী যুক্ত আছেন বলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি সংস্থার ৩০ জন পেশাজীবী অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০