‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২০:২৮
ছবি : বাসস

চট্টগ্রাম, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠন ও কার্যাবলির উপর সভাপতির পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। এরপর সভায় উপস্থিত সদস্যগণ চট্টগ্রাম ফাউন্ডেশনের ধারণার ওপর তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। 

এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকরা, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ও রেড ক্রিসেন্টের সম্পাদক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। 

উপস্থিত সকলেই চট্টগ্রাম ফাউন্ডেশন গঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই সংগঠনের সাথে যুক্ত থেকে এটিকে বাস্তবায়ন এবং একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, এই সংগঠনটি আপামর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে নজির স্থাপন করবে। 

সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এটিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তার মূল্যবান নির্দেশনা প্রদান করেন। 

সভায় চট্টগ্রামের সকল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসক কার্যালয়ের সকল সহকারী কমিশনার (ভূমি), চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা রোভার স্কাউট এবং মেট্রো রোভার স্কাউট এর প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান ক্ষুধা সংকটে উদ্বিগ্ন জাতিসংঘ
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 
নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু 
নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ
মাদক পাচারের অভিযোগে মার্কিন হামলায় নিহত ৩
ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ আরোপ করল ইইউ
রাঙ্গামাটিতে অবৈধ কাঠ জব্দ করেছে বিজিবি
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু 
যেভাবে হ্যান্ডবল পৌঁছেছে অভিভাবকদের ডাইনিং টেবিলে
১০