হরিণের মাংসসহ এক শিকারিকে গ্রেফতার করেছে কোস্টগার্ড

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২১:০৮
ছবি : বাসস

বাগেরহাট, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : ১১০ কেজি মাংসসহ এক হরিণ শিকারিকে সুন্দরবন থেকে আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার বিকালে মোংলা  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর তালিকাভুক্ত সুন্দরবনের ডাকাত হিসেবে পরিচিত করিম শরীফের অন্যতম সহযোগী মো. শাহজাহান, মো. অনু এবং এক অজ্ঞাত ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংসসহ ২টি বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে হরিণ শিকারি আরিফুল সরদারকে (২৪) আটক করেছে কোস্ট গার্ড। 

আটককৃত হরিণ শিকারী আরিফুল খুলনার দাকোপ থানার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে আরিফুল জানিয়েছে, পলাতক ব্যক্তিরা তাকে হরিণ শিকারে ব্যবহার করেছে। জব্দকৃত হরিণের মাংসসহ আটককৃত ব্যক্তিকে বন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, উদ্বিগ্ন চরাঞ্চলের মানুষ
আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে সরকার এলএনজি আমদানি করছে : অর্থ উপদেষ্টা
চসিকের অভিযানে ৫০টির অধিক অবৈধ দোকান উচ্ছেদ
প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ইংল্যান্ড-আয়ারল্যান্ড
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
কুমিল্লায় এবার ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা  
প্রকৌশল পেশাজীবীদের দাবি পূরণে ভিসি-অধ্যক্ষদের সঙ্গে আগামীকাল বৈঠক
স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সরকার কাজ করছে : এলজিআরডি উপদেষ্টা
৩ মামলা থেকে অব্যাহতি পেলেন চসিক মেয়র 
আমরা আশা করছি দ্রুত সময়ে মধ্যে ন্যায়বিচার পাবো : নাহিদ ইসলাম
১০