ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাবলিক লাইব্রেরি ভবনের পুনঃনির্মাণ কাজ শুরু

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২১:২২
ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : দীর্ঘ ৩০ বছর বন্ধ থাকার পর জেলায় আখাউড়া উপজেলা পাবলিক লাইব্রেরি ভবনের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরি ভবনের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। 

এ সময় আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি, পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

আখাউড়া উপজেলা প্রকৌশলী ও লাইব্রেরি কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন জানান, ৬ মাসের মধ্যে লাইব্রেরি ভবনের নির্মাণ কাজ শেষ হবে এবং আগামী একবছরের মধ্যে পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত লাইব্রেরিটি অবকাঠামোগত সমস্যা ও আর্থিক সংকটের কারণে ১৯৯৫ সাল থেকে বন্ধ ছিল।

পুনঃনির্মাণ কাজের উল্লেখ করে তিনি বলেন, এই লাইব্রেরিটি হবে উপজেলার জ্ঞানভিত্তিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। আমরা এখানে শুধু বই পড়ার সুবিধাই রাখছি না, বরং গড়ে তুলছি একটি আধুনিক ডিজিটাল লার্নিং সেন্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০