লক্ষ্মীপুরে পাচারকালে ৬টি গুইসাপসহ তিনজন আটক

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২২:৩৬
মঙ্গলবার লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকা থেকে গুইসাপসহ আটক আসামিরা। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে ছয়টি গুইসাপসহ তিন জনকে আটক করেছে বনবিভাগ। এরপর ভ্রাম্যমাণ  আদালত বসিয়ে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে পৌর শহরের জেলা বাস টার্মিনাল এলাকা থেকে গুইসাপগুলোসহ তাদের আটক করা হয়।

বন বিভাগ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস জানান, তিনটি বস্তায় করে ৬টি গুইসাপ নিয়ে লক্ষ্মীপুর থেকে খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে শান্তি পরিবহনের একটি বাসে ওঠেন তিন জন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬টি গুইসাপসহ তিন জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নৈয়াপারা এলাকার নিখিল ত্রিপুরা, একই এলাকার অতিন্দ্র ত্রিপুরা ও তিমিট ত্রিপুরা। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আটক তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ওই গুইসাপগুলো সদরের হামছাদীর বাসু বাজার এলাকার দিঘীতে অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০