লক্ষ্মীপুরে পাচারকালে ৬টি গুইসাপসহ তিনজন আটক

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২২:৩৬
মঙ্গলবার লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকা থেকে গুইসাপসহ আটক আসামিরা। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে ছয়টি গুইসাপসহ তিন জনকে আটক করেছে বনবিভাগ। এরপর ভ্রাম্যমাণ  আদালত বসিয়ে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে পৌর শহরের জেলা বাস টার্মিনাল এলাকা থেকে গুইসাপগুলোসহ তাদের আটক করা হয়।

বন বিভাগ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস জানান, তিনটি বস্তায় করে ৬টি গুইসাপ নিয়ে লক্ষ্মীপুর থেকে খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে শান্তি পরিবহনের একটি বাসে ওঠেন তিন জন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৬টি গুইসাপসহ তিন জনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নৈয়াপারা এলাকার নিখিল ত্রিপুরা, একই এলাকার অতিন্দ্র ত্রিপুরা ও তিমিট ত্রিপুরা। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আটক তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ওই গুইসাপগুলো সদরের হামছাদীর বাসু বাজার এলাকার দিঘীতে অবমুক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফটিকছড়িতে সাকো থেকে মোটরসাইকেল নদীতে পড়ে যুবকের মৃত্যু
সেমিফাইনালে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার
২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল চান না কনকাকাফ প্রধান
শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মধ্যে চেক বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন শুরু
ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে শিগগিরই: পানি সম্পদ উপদেষ্টা
সাহেলা পারভিনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের দায়িত্ব প্রদান
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন 
চীনে ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু
১০