ভবিষ্যত বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২২:৫৫ আপডেট: : ০৮ এপ্রিল ২০২৫, ২২:৫৬
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ তৈরি করা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেন ‘স্বাধীনতার পর প্রথমবারের মতো, আমরা রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি পদ্ধতি তৈরির সুযোগ পেয়েছি।’

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন।

কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।

নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপুর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন।

অধ্যাপক রীয়াজ বলেন, যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ চলতি বছরের ১৫ জুলাই শেষ হবে, তাই কমিশন এই সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে চায়।

সকলের সাথে আলোচনার পর একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

অধ্যাপক রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফটিকছড়িতে সাকো থেকে মোটরসাইকেল নদীতে পড়ে যুবকের মৃত্যু
সেমিফাইনালে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার
২০৩০ বিশ্বকাপে ৬৪টি দল চান না কনকাকাফ প্রধান
শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মধ্যে চেক বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন শুরু
ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে শিগগিরই: পানি সম্পদ উপদেষ্টা
সাহেলা পারভিনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের দায়িত্ব প্রদান
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন 
চীনে ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু
১০