ভবিষ্যত বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ২২:৫৫ আপডেট: : ০৮ এপ্রিল ২০২৫, ২২:৫৬
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ তৈরি করা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেন ‘স্বাধীনতার পর প্রথমবারের মতো, আমরা রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি পদ্ধতি তৈরির সুযোগ পেয়েছি।’

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সাথে বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন।

কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন।

নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপুর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন।

অধ্যাপক রীয়াজ বলেন, যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ চলতি বছরের ১৫ জুলাই শেষ হবে, তাই কমিশন এই সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে চায়।

সকলের সাথে আলোচনার পর একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

অধ্যাপক রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০