রূপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৪
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত আনোয়ার হোসেন। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার রূপগঞ্জে ট্রাক চাপায় আনোয়ার হোসেন (২৮) নামে মটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। 

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় শরীফ মেলামাইন কারখানার সামনে গতকাল বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এসময় সিয়াম সরকার নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন।

নিহত আনোয়ার হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের পুত্র। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের রূপগঞ্জ শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বরাব এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক দুইজন আরোহীসহ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। একই মটরসাইকেলের অপর আরোহী সিয়াম গুরুতর আহত হন।

শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর আবু নাঈম সিদ্দীকি জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান আনোয়ার হোসেন গ্রাহকদের মালামাল ডেলিভারি করতে বরাবো এলাকায় যাচ্ছিলেন। ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হন এবং একই মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ট্রাকের চাপায় নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক 
চাঁদপুরে জব্দকৃত ১৮ লাখ টাকার মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড
বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার
হজ ব্যবস্থাপনায় ইন্দো-মালয়েশিয়ান মডেল নতুনত্ব আনতে পারে : ধর্ম উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান
রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার 
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
১০