রূপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:০৪
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত আনোয়ার হোসেন। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার রূপগঞ্জে ট্রাক চাপায় আনোয়ার হোসেন (২৮) নামে মটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। 

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় শরীফ মেলামাইন কারখানার সামনে গতকাল বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এসময় সিয়াম সরকার নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হন।

নিহত আনোয়ার হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের পুত্র। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের রূপগঞ্জ শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার বরাব এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক দুইজন আরোহীসহ মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। একই মটরসাইকেলের অপর আরোহী সিয়াম গুরুতর আহত হন।

শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর আবু নাঈম সিদ্দীকি জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান আনোয়ার হোসেন গ্রাহকদের মালামাল ডেলিভারি করতে বরাবো এলাকায় যাচ্ছিলেন। ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হন এবং একই মোটরসাইকেলের অপর আরোহী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ট্রাকের চাপায় নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাইবান্ধায় ট্রাক চাপায় দুইজন নিহত
সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে লালন করছেন ভোলাবাসী
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২,৩৪৪টি মামলা
মন্ত্রিসভার বৈঠক চলাকালে জিম্মি চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
রুশ সেনাবাহিনী দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে, স্বীকার ইউক্রেনের
মহেশপুর সীমান্তে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই বাংলাদেশি আটক
সংসদীয় সীমানা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের আপত্তির শুনানি গ্রহণ করছে ইসি
ঢাবি হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১ হাজার ৩৫, প্রত্যাহার ৭৩ ও বাতিল ১
দেশের চার বিভাগে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা
১০