ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৪

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজধানী ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো কিংবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে যে, ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোর জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পরবর্তী ১২ ঘন্টায় উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এটি পরবর্তী ১২ ঘন্টায় উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়ীতে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গল ও রংপুরের তেঁতুলিয়ায় ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৭ মিলিমিটার।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদের হার কমানোর পথে ফেড, রাজনৈতিক উত্তেজনা বাড়ছে
পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় ৫ মৌরিতানিয়ান নিখোঁজ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রাও
সিএসএ ভিপি পদে বিজয়ী ছাত্রদল কর্মী রিফাদ
গাজায় ইসরাইলি হামলা জোরদার, নিহত অর্ধশত
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ বয়ে আনবে : উত্তর কোরিয়া
ফরিদা পারভীনের দাফন হবে কুষ্টিয়ায়
নাইজেরিয়ায় ১৮ নারী ও শিশুকে অপহরণ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মুন্সীগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক ২
১০