বৈসাবি  উপলক্ষে রাঙ্গামাটিতে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু 

বাসস
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১৩:১৪
রাঙ্গামাটিতে চার দিনব্যাপী বৈসাবি উদযাপন। ছবি : বাসস

রাঙ্গামাটি, ৯ এপ্রিল ২০২৫(বাসস) : জেলায় বৈসাবি উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে ।
আজ বুধবার  সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে চার দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।

বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী  আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি  সাবেক সংসদ সদস্য  ঊষাতন তালুদার, উৎসব কমিটির সদস্য সচিব ইন্তু মনি তালুকদারসহ  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রাজবাড়ি শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের সংস্কৃতি তুলে ধরেন।

পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নৃত্য-গানের  মাধ্যমে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন  এবং শোভাযাত্রায় অংশ নেন ।

আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে এ অনুষ্ঠান মালা। বৈসাবী উপলক্ষে রাঙ্গামাটির পাহাড়ের  বিভিন্ন এলাকায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলাধুলা ও নানান প্রতিযোগিতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে ১৫ দিনের মধ্যে প্রস্তাব দেওয়ার অনুরোধ
শুল্ক বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের দরজা খুলে দিতে পারে: ডব্লিওটিও
সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে : জামায়াত আমির
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে
বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়ে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো: অধ্যাপক আলী রীয়াজ
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বাংলাদেশ সরকারের দেওয়া সহায়তা দু’দেশের আস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে : সেনাসদর
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ 
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনা
১০