মেহেরপুর, ১৩ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় আটককৃত মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মহা. আবদুস সালামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে, শনিবার দিবাগত রোববার মধ্যরাতে জেলা শহরের মহসিন আলী সড়কে নিজ বাসভবন থেকে ডিবি ও সদর থানা পুলিশ তাকে আটক করেছে।
মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, ২০২৪ সালের ২৮ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্রদের সদর থানায় দায়েরকৃত একটি মামলায় [মামলা নম্বর ২০ (জি আর ২৭৭)] মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মহা. আব্দুস সালামকে শনিবার দিবাগত রাতে আটক করা হয়। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।