ঢাবি’র ‘গ’ ইউনিটে নতুন ভর্তি পরীক্ষায় বাধা নেই

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৩২

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): চলতি বছর ‘ব্যবসায় শিক্ষা’-গ ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ আবেদন মঞ্জুরের আদেশ দেন।

আদেশের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন মঞ্জুর হয়েছে। ছাত্ররা তাদের রিট আবেদন প্রত্যাহার করে নিয়েছে। ফলে চলতি বছর ‘ব্যবসায় শিক্ষা’ (গ) ইউনিটের ভর্তিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আর বাধা নেই।

গত ৮ ফেব্রুয়ারি ঢাবি’র এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। তবে ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শিরোনামে ভিসি বরাবর আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু সে আবেদনে সাড়া না পাওয়ায়, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। 

সে রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন। 

পরবর্তীতে  ঢাবি কর্তৃপক্ষ নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
১০