সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:১৯
নিহত মোস্তফা ও রিফাত। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। তারা ওই কারখানার বিভিন্ন ভবনে এসি’র কাজ করতেন।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া গ্রামের শামসুল হকের পুত্র মো. রিফাত (২৫)।

পুলিশ জানায়, সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন ভবনে থাকা এসি’র কাজ করতেন নিহত শ্রমিকরা। রোববার দুপুরে কারখানার একটি ভবনের তৃতীয় তলায় এসি’র কাজ করতে লিফটে উঠার সময় তার ছিঁড়ে পড়ে গেলে দুইজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় কারখানার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।  কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মোস্তফাকে মৃত ঘোষণা করেন। অপর আহত মো. রিফাতকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করান। বিকেল ৪টার দিকে তারও মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, জিপিএইচ কারখানায় দুর্ঘটনায় আহত দু’জনকে দুপুরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বিকেলে অপরজনেরও মৃত্যু হয়।

লিফট ছিঁড়ে পড়ে দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় একজন নিহত
ইইউ প্রতিরক্ষা পরিকল্পনায় যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
১০