সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:১৯
নিহত মোস্তফা ও রিফাত। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। তারা ওই কারখানার বিভিন্ন ভবনে এসি’র কাজ করতেন।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া গ্রামের শামসুল হকের পুত্র মো. রিফাত (২৫)।

পুলিশ জানায়, সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন ভবনে থাকা এসি’র কাজ করতেন নিহত শ্রমিকরা। রোববার দুপুরে কারখানার একটি ভবনের তৃতীয় তলায় এসি’র কাজ করতে লিফটে উঠার সময় তার ছিঁড়ে পড়ে গেলে দুইজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় কারখানার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।  কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মোস্তফাকে মৃত ঘোষণা করেন। অপর আহত মো. রিফাতকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করান। বিকেল ৪টার দিকে তারও মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, জিপিএইচ কারখানায় দুর্ঘটনায় আহত দু’জনকে দুপুরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বিকেলে অপরজনেরও মৃত্যু হয়।

লিফট ছিঁড়ে পড়ে দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০