সীতাকুণ্ডে ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:১৯
নিহত মোস্তফা ও রিফাত। ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। তারা ওই কারখানার বিভিন্ন ভবনে এসি’র কাজ করতেন।

আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া গ্রামের শামসুল হকের পুত্র মো. রিফাত (২৫)।

পুলিশ জানায়, সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানার বিভিন্ন ভবনে থাকা এসি’র কাজ করতেন নিহত শ্রমিকরা। রোববার দুপুরে কারখানার একটি ভবনের তৃতীয় তলায় এসি’র কাজ করতে লিফটে উঠার সময় তার ছিঁড়ে পড়ে গেলে দুইজন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় কারখানার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।  কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মোস্তফাকে মৃত ঘোষণা করেন। অপর আহত মো. রিফাতকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করান। বিকেল ৪টার দিকে তারও মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন জানান, জিপিএইচ কারখানায় দুর্ঘটনায় আহত দু’জনকে দুপুরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বিকেলে অপরজনেরও মৃত্যু হয়।

লিফট ছিঁড়ে পড়ে দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
১০