ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট ও জবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:২৫
ছবি : বাসস

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মধ্যে চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ।

আজ রোববার উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এবং ঢাকা বিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষে পরিচালক ড. ইয়ং হুই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, “এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে।”

চুক্তির আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চীনা ভাষা শিক্ষা, প্রশিক্ষণ ও চীনে শিক্ষাবৃত্তির সুযোগ, শিক্ষা উপকরণ সরবরাহ, সাংস্কৃতিক ও ভাষাগত বিনিময় কার্যক্রমসহ নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা কোর্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ইয়িন জু ও মি. রাও জিহাওসহ অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০