বরিশালে ব্যবসায়ী হত্যার ঘটনায় বাবা-মেয়ে গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:৩৪
প্রতীকী ছবি

বরিশাল, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): নগরীর আলোচিত বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যা ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, আজ রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- হাফিজা বেগম শান্তা (৩১), নিহত ব্যবসায়ী মাসুদুর রহমানের কথিত প্রেমিকা ও শওকত হোসেন মোল্লা (৬৩), হাফিজা বেগম শান্তার বাবা। এরা উভয়ই বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা।

গত ৯ এপ্রিল রাতে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ডের কলেজ এভিনিউ’র একটি দোতলা বাসায় পরকীয়া প্রেমঘটিত বিষয় নিয়ে হাফিজা বেগম শান্তা ও তার সহযোগী আত্মীয়-স্বজনদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ব্যবসায়ী মাসুদুর রহমান। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল রাতে মৃত্যুবরণ করেন ব্যবসায়ী মাসুদুর রহমান।

এ ঘটনায় নিহতের ভাই কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত প্রেমিকা হাফিজা বেগম শান্তা ও তার বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তের সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব রেজা জানান, অভিযুক্ত হাফিজা বেগম ওরফে শান্তার সাথে ভিকটিম মাসুদুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দীর্ঘদিন থেকে শান্তা তার (নিহত ব্যবসায়ীর) টাকা পয়সা আত্মসাৎ করে আসছে।

তদন্তকারী কর্মকর্তা আরো জানায়, প্রাথমিক তদন্তে অভিযুক্ত শান্তা ঘটনার দিন ব্যবসায়ী মাসুদুর রহমানকে প্ররোচিত করে তার ভাড়া বাসায় নিয়ে যায় এবং বিয়ে করার জন্য মৌখিকভাবে চাপ প্রয়োগ করে। তবে তাতে রাজি না হলে অভিযুক্ত শান্তা তার অপর সহযোগী অভিযুক্তদের সহায়তায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। পাশাপাশি ব্যবসায়ী মাসুদুর রহমানের সাথে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষা ১০ অক্টোবর থেকে
পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৪৩, চিকুনগুনিয়ায় ২৯
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৬০ মামলা
প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল
সুশাসন নিশ্চিত হলে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ে : টিআইবি
নেপালের নিষেধাজ্ঞায় বিমানের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
নেত্রকোনায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান 
চট্টগ্রামের বোয়ালখালীতে ৩৪ শতক জমি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ
বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ
১০