ফেনীতে বাংলা নববর্ষ উদযাপনে নানা আয়োজন 

বাসস
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২০:৩৬
বৈশাখে বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজন নিয়ে শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছে ফেনী জেলা প্রশাসন। ছবি: বাসস

ফেনী, ১৩ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখে বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজন নিয়ে প্রস্তুত ফেনী। প্রতিবারের মতো এবারও মূল আকর্ষণ থাকবে আনন্দ শোভাযাত্রা। 

বাংলা বছরের প্রথমদিন উৎসবমুখর রাখতে নাম দেয়া হয়েছে আনন্দ শোভাযাত্র। প্রতিবছরের মতো এবারও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রায় ৪০টি সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে মুখরিত করে তুলবে শহর। 

আজ রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা ফয়েজ উল্যাহ প্রমুখ আলোচনায় অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ সোমবার সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরে সেখান থেকে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হবে। সেখানে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। মেলায় ৪০টি স্টল অংশ নেবে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা-সহ নববর্ষের সব আয়োজন সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন জানান, আনন্দ শোভাযাত্রা ও মেলায় দেশীয় বিভিন্ন পণ্য ও গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এদিন কারাগার ও হাসপাতালে বাংলা খাবার পরিবেশনসহ শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে ফেনী জেলা বিএনপি বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, দিনব্যাপী এই আয়োজনে থাকছে গান, পান্তা-রুই, ভর্তা -সবজি, আর বর্ণিল শোভাযাত্রা। সব মিলিয়ে প্রাণের উৎসবে ভরে উঠবে ফেনী শহর। 

তিনি জানান, পহেলা বৈশাখ ভোর ৭টায় ফেনী প্রেসক্লাবের সামনে জাসাসের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৮টায় আয়োজন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ভাত ও রুই মাছ পরিবেশনের। সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রা শুরু হবে। এতে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নানা রঙের পোশাক, বাদ্যযন্ত্র ও উৎসবের উচ্ছ্বাস নিয়ে নববর্ষকে বরণ করে নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০