গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার : ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৩
ছবি : বাসস

গাজীপুর, ১৪ এপ্রিল ২০২৫ (বাসস) : গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ১৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে আজ ভোর ৪টায় উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

তিনি বলেন, রোববার দুপুর আড়াইটার দিকে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সংবাদ পেয়ে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সর্বশেষ আজ ভোর রাত ৪টার দিকে চারটি বগি উদ্ধার ও রেল লাইন মেরামত কাজ সম্পন্ন হয়। এর পর রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ট্রেন চলাচল থেমে যায়। ট্রেনটি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বিকেলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০