গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার : ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৩
ছবি : বাসস

গাজীপুর, ১৪ এপ্রিল ২০২৫ (বাসস) : গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ১৪ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করলে আজ ভোর ৪টায় উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

তিনি বলেন, রোববার দুপুর আড়াইটার দিকে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সংবাদ পেয়ে বিকেলেই ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সর্বশেষ আজ ভোর রাত ৪টার দিকে চারটি বগি উদ্ধার ও রেল লাইন মেরামত কাজ সম্পন্ন হয়। এর পর রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল পার হয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। রোববার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছামাত্রই চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলে চলাচলকারী ট্রেন চলাচল থেমে যায়। ট্রেনটি উদ্ধারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বিকেলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০