নাটোরে রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠানমালা শুরু

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৭
নাটোরের রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী ছবি: বাসস

নাটোর, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): নাটোরের রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ সকাল আটটায় জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বৈচিত্র্যে ভরপুর বিভিন্ন জাতিগোষ্ঠীই আমাদের ঐক্যবদ্ধ জাতিসত্তার ঠিকানা। এই ঐক্যকে সমুন্নত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।

জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী মুক্তমঞ্চের এ অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছেন। শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের সমবেত তবলা পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শিশু একাডেমি রাজবাড়ি চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। পরে শিশু একাডেমি এবং সরকারি গণগ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কুঁড়েঘর, একতারাসহ দেশীয় ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী দিয়ে সুবিন্যস্ত রাজবাড়ি চত্বর। চলছে বাঙলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। নাটোর পৌরসভার সৌজন্যে সকল আগন্তুককে পান্তাভাতে আপ্যায়ন করা হচ্ছে। গ্রামীণ মেলার বিভিন্ন সামগ্রী ছাড়াও ২২টি স্টলে স্থানীয় উদ্যোক্তাবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিপণন কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন এবং জেলা পুলিশ মেলা প্রাঙ্গণে ফাস্ট এইড ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। আগামীকাল বিকেলে এ মেলা শেষ হবে।

এর আগে নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ স্কুল এন্ড কলেজ থেকে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছয় মাসের মধ্যে ন্যাশনাল ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সেন্টার সম্প্রসারণ হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
বিশ্ব মশা দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি
ডাকসুর ২৮ পদে ৫০৯টি ও হল সংসদে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা
রংপুরে দ্রুত বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে 
রাজবাড়ী সদর হাসপাতাল ও কুমিল্লায় দুদকের অভিযান
নির্বাচনে ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগসহ ৯ দফা প্রস্তাব এবি পার্টির
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি
হবিগঞ্জে বিজিবির অভিযান : সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
পিরোজপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত
১০