নাটোরে রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠানমালা শুরু

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৭
নাটোরের রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী ছবি: বাসস

নাটোর, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): নাটোরের রাণী ভবানী রাজবাড়ির মুক্তমঞ্চে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আজ সকাল আটটায় জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বৈচিত্র্যে ভরপুর বিভিন্ন জাতিগোষ্ঠীই আমাদের ঐক্যবদ্ধ জাতিসত্তার ঠিকানা। এই ঐক্যকে সমুন্নত রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।

জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী মুক্তমঞ্চের এ অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছেন। শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীদের সমবেত তবলা পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

শিশু একাডেমি রাজবাড়ি চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। পরে শিশু একাডেমি এবং সরকারি গণগ্রন্থাগার আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কুঁড়েঘর, একতারাসহ দেশীয় ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী দিয়ে সুবিন্যস্ত রাজবাড়ি চত্বর। চলছে বাঙলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। নাটোর পৌরসভার সৌজন্যে সকল আগন্তুককে পান্তাভাতে আপ্যায়ন করা হচ্ছে। গ্রামীণ মেলার বিভিন্ন সামগ্রী ছাড়াও ২২টি স্টলে স্থানীয় উদ্যোক্তাবৃন্দ তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন ও বিপণন কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসন এবং জেলা পুলিশ মেলা প্রাঙ্গণে ফাস্ট এইড ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। আগামীকাল বিকেলে এ মেলা শেষ হবে।

এর আগে নাটোর মহারাজা জগদিন্দ্র নাথ স্কুল এন্ড কলেজ থেকে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০