রাজশাহীতে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৩:১৯
সোমবার রাজশাহীতে সিএন্ডবির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। ছবি: বাসস

রাজশাহী, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ উৎসব। 

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। মানুষ উৎসবের আমেজে নতুন পোশাক পরে এসব অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনে। 

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সিএন্ডবির মোড় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শিশু একাডেমীতে এসে মিলিত হয় সকাল সাড়ে ৭টায়। বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গ নিয়ে এ র‌্যালিতে অংশগ্রহণ করেন আরএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অংশ নেন নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

সকাল ৯টায় রাজশাহী কলেজ থেকে বের করা হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা। এতে অংশ নেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউটসহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো চারুকলায় অনুষ্ঠানস্থলে গিয়ে মিলিত হয়। 

নববর্ষ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন ছোট ছোট সংগঠন আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মেলা ও এবং নানা বাঙালি আয়োজনের। দিনটি উপলক্ষে শিশু একাডেমিতে শিশুদের জন্য রাখা হয় চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা। জেলখানা, হাসপাতাল, শিশু সদনে দেয়া হয় উন্নত মানের খাবার। 

এদিকে, পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ছটায়। আয়োজনে ছিল রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত লালনগীতিসহ বাংলাদেশের গান ও নৃত্য। আনন্দ উদযাপনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, পহেলা বৈশাখ যাতে নির্বিঘ্নে উদ্যাপিত হতে পারে এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০