বিশাল শোভাযাত্রায় বাংলা নববর্ষকে স্বাগত জানালো বাগেরহাট জেলা বিএনপি 

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৩:২৮
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আজ সকাল ১১টায় বাগেরহাট জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। ছবি: বাসস

বাগেরহাট, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আজ সকাল ১১টায় বাগেরহাট জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন নতুন বছরকে স্বাগত জানাতে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে।

জেলা শহরের শহীদ মিনার থেকে ফলপট্টি, শালতলা, মিঠাপুকুর সড়ক, প্রেসক্লাব হয়ে স্বাধীনতা উদ্যানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এতে ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড, আবহমান বাংলার বিভিন্ন ছবি প্রদর্শন, দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়। 

শোভাযাত্রায় পুরুষেরা পাজামা-পাঞ্জাবী, লুঙ্গি, মাথায় গামছা পরিধান ও বিএনপির মহিলারা রঙিন ও সাদা বাহারি শাড়ি পরে অংশ নেন।

পরে স্বাধীনতা উদ্যানে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, নির্বাহী কমিটির সদস্য মুজিবর রহমান, জেলা বিএনপির অহিদুজ্জামান পল্টু, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন, সদস্য সচিব জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক হাদিউজ্জামান হিরো।

এরপরে বেলা সাড়ে ১১টায় স্বাধীনতা উদ্যানে বাংলাবর্ষকে স্বাগত জানিয়ে জাসাসের উদ্যোগে লোক সংগীত জারি, সারি, লোকসঙ্গীত, মুর্শিদি, পালাগানের আয়োজন করা হয়। পরে পান্তা-ইলিশের খাবার পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০