ফ্যাসিবাদ বিরোধী শ্লোগানে সাতক্ষীরায় বর্ষবরণ

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৮
ছবি : পিআইডি

সাতক্ষীরা, ১৪ এপ্রিল ২০২৫ (বাসস) : ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্য নিয়ে নতুন বছরকে বরণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। লুঙ্গি, গামছা, ফতুয়া, লাল শাড়ি ও বৈশাখি শাড়ি পরে বাঙালি সাজে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণ ১৪৩২।

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে কালেক্টরেট পার্ক চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান গেয়ে বর্ষবরণ করা হয়। গান শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এক  বৈশাখি মেলার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক
সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।

সকাল ৯টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। আলোচনা সভা শেষে জেলা শিশু অ্যাকাডেমি ও শিল্পকলা অ্যাকাডেমি আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপিত হয়।

এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে জেলার হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল
সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে একজনের কারাদণ্ড 
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন
ফেনীতে তিন মাদক কারবারির কারাদণ্ড
আওয়ামী আমলের জাল ভোটের ভিডিওকে ডাকসু নির্বাচনের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি টাকার পণ্য জব্দ
নাটোরে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ কাজ শেষ
ডাকসু নির্বাচনে সংঘর্ষের ভুয়া ভিডিও প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
শ্যামনগরে অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি জব্দ
খুবিতে রিসার্চ প্রসেস এন্ড টুলস শীর্ষক কর্মশালা
১০