ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে এবার বৈশাখ উদযাপন করেছি : বাদশা

বাসস
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১৬:১১
ছবি : বাসস

বগুড়া, ১৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত স্বাধীন পরিবেশে এবার পহেলা বৈশাখ উদযাপন করেছি।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জীবনের ইতিহাস। ফ্যাসিবাদী সরকারের সময় বিজাতীয় সংস্কৃতি মাধ্যমে বৈশাখ সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছিল। আবারো নতুন করে আমাদের সংস্কৃতি ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে চাই। আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানদের যে বন্ধন, সেটিকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণতন্ত্র, আইনের শাসন, ভোটের অধিকার মানুষ ফিরে পাবে সেই বাংলাদেশ চাই। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নেতাকর্মীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে সোমবার বেলা ১২টায় আলতাফুন্নেছা খেলার মাঠে থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।

শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ডের মাধ্যমে বাঙালি ঐতিহ্য, ইতিহাস তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নূল হক বকুল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ১২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
তিতাস ও বাখরাবাদ গ্যাস ক্ষেত্রে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ
ইতালির নাগরিকত্ব পাচ্ছেন জনপ্রিয় মার্কিন লেখক ফ্রান্সেস মায়েস
কিশোরগঞ্জে বিশুদ্ধ খাদ্য আদালতের চারলাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘বিশ্ব হিমোফিলিয়া’ দিবস পালিত
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিমানের কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে বাংলাদেশ
রাজশাহীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা : মামলার দুই আসামী আটক
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যান
শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের
১০