তিন ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ পুনঃস্থাপন

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৯
ছবি : বাসস

খুলনা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে তিন ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সাথে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।
খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বুধবার সকালে বিক্ষোভ করে। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে খুলনা রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই তারা রূপসা এক্সপ্রেস অবরোধ করে।

বয়রা জংশনে ট্রেনটি থামানো হয়। যার ফলে সারা দেশে ট্রেন চলাচল ব্যাহত হয়।

অবরোধের কারণে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, রকেট ও মহানন্দা এক্সপ্রেসসহ আরো বেশ কয়েকটি ট্রেন খুলনা স্টেশনে আটকা পড়ে।

পরবর্তীতে জেলা প্রশাসনের আশ্বাসে, শিক্ষার্থীরা দুপুর ১২টা ২০ মিনিটে তাদের বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। 

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, কিছুক্ষণ পরেই ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. হানিফ আকাশ বলেন, ‘প্রশাসনের আশ্বাস পেয়ে আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে এবার আমরা কেবল প্রতিশ্রুতি নয়, পদক্ষেপও আশা করছি।’

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ, ডিপ্লোমা স্নাতকদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ, বেসরকারি পলিটেকনিকে ল্যাব সুবিধা নিশ্চিত, বেসরকারি প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি বন্ধ করা ও শিল্প সংযুক্তদের আর্থিক সহায়তা প্রদান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
ওমানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের
রাজবাড়ীর গোয়ালন্দে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নেত্রকোণা খালিয়াজুরীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ
বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না : ড. মঈন খান
চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা
ওমানের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৬০ রান
১০