ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:০৬
বুধবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্বরের পাশে ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বাসস

ঝিনাইদহ, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার মহেশপুরে আজ সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সন্ন্যাসী, সাধক, পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে পূজা প্রাঙ্গণ। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা।

বুধবার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্বরের পাশে এ পূজা ও মেলার আয়োজন করা হয়।

বিকেল ৪টায় পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তার আগে সকাল থেকে সন্ন্যাসী, পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ।

জানা গেছে, প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে ফতেপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজার আয়োজন করে আসছে।এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। পূজায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা অংশ নেন। 

এছাড়া চড়ক পূজা উপলক্ষে প্রতি বছরের মতো বসানো হয়েছে গ্রামীণ মেলা। বাতাসা, জিলাপি, ছাঁচের মিষ্টি, দানাদার, খই-মুড়কিসহ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দোকানে দোকানে সাজিয়ে রাখা হয়েছে কাঠের খেলনা, মাটির পুতুল ও তৈজসপত্র। দোকানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সৌমেন হালদার নামে এক দর্শনার্থী বলেন, বাবা-ঠাকুরদের কাছে শুনেছি, শত বছরের বেশি সময় ধরে ফতেপুরে চড়ক পূজার আয়োজন করা হয়। 

আয়োজক কমিটির সদস্য বিপ্লব কর্মকার বলেন, চৈত্র সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর চড়ক পূজার আয়োজন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০