ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, শাস্তি দাবি ঢাবি সাদা দলের

বাসস
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২০:২৬
ভাস্কর মানবেন্দ্র ঘোষের আগুনে পুড়ে যাওয়া বাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৫ (বাসস): চারুকলা অনুষদের সাবেক ছাত্র ও বিশিষ্ট ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার আজ এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এ আহ্বান জানান।

তারা ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়াকে নিকৃষ্ট ও ন্যাক্কারজনক হিসেবে আখ্যা দিয়ে বলেন, বাংলা নববর্ষ, ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত বর্ষবরণ শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এর আগের দিন রাতেই দুষ্কৃতিকারীরা চারুকলা প্রাঙ্গণে নির্মিত ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘পায়রার মোটিফ’-এ আগুন ধরিয়ে দেয়। শিল্পী ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টায় সেগুলো পুনরায় নির্মাণ করে শোভাযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, এই শোভাযাত্রার প্রস্তুতিতে ভাস্কর মানবেন্দ্র ঘোষ অ্যালামনাই শিল্পীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন। এই ভূমিকার কারণেই গত ১৫ এপ্রিল রাতে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাদা দলের নেতারা বলেন, গত কয়েকদিন ধরে শোভাযাত্রার সঙ্গে জড়িত কয়েকজনকে বিদেশি নম্বর থেকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্যও করা হচ্ছে।

তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এটি শুধু একটি শিল্পীর ওপর হামলা নয়, এটি শিল্প ও সংস্কৃতির মুক্তচিন্তার ওপর আঘাত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কি
সেঞ্চুরি থেকে ৪ উইকেট দূরে তাসকিন
শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ
পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’
সিএমপি স্কুলের ২৭ শিক্ষার্থী পেলো পুনাক মেধাবৃত্তি
ঝিনাইদহে পরিবেশ রক্ষায় তালের বীজ রোপণ
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
রাজধানীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ১২ সদস্য গ্রেফতার
নাটোরে চলনবিলে নৌকা বাইচ প্রতিযোগিতা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০